সবজি চাষে সমৃদ্ধ মোহনপুর ইউনিয়ন । এখানে বছরের প্রায় সময়েই প্রচুর পরিমানে সবজির চাষ করা হয়। শীতকালে আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলা, লালশাক, পুঁইশাক এবং গ্রীষ্মকালে ঢেড়স, পটল চাল-কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিংগা, ডাটা ও কঁচুশাক এর চাষ করা হয় । ঐসকল শাক-সবজি অত্র ইউনিয়নের চাহিদা মেটিয়ে এলাকার হাট-বাজারে ও দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস