মোহনপুর ইউনিয়নের উপর দিয়ে ঢাকা, রাজশাহী ও খুলনা রেল যোগাযোগের ব্যবস্থা আছে। এখানেই অমুল্য লাহিড়ীর নামে রেল স্টেশনের নাম করণ করা হয়েছে। ব্রিটিশ সরকারের সময় অত্র ইউনিয়নের দহকুলা ব্রীজ স্থাপন করা হয়। ১৯৭১ইং সনে এদেশের মুক্তিযোদ্ধের প্রেক্ষাপটে দহকুলা ব্রীজ অনেক ইতিহাস বহন করে চলেছে। মোহনপুর ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সম্বয়ে পাক হানাদার বাহিনীর সহিত যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে দেশ বরেণ্য অনেক মু্ক্তিযোদ্ধাগণ শাহাদত বরণ করেন । বর্তমানে দহকুলা ব্রীজের পাশেই অনেক কবর বিদ্যমান আছে। অত্র ব্রীজের পাশে গেলেই মনে পরে যায় দেশের সেই গানটি "এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভলনা" ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস