কৃষিতে সমৃদ্ধ মোহনপুর ইউনিয়ন। এখানে ধান, পাট, গম, আলু ও শাখ-সবজীর পর্যাপ্ত চাষ করা হয় । উক্ত ফসলগুলোর মধ্যে ধান চাষ বেশী করা হয়। মোট ৫৭৩৭ হেক্টর ফসলী জমির মধ্যে বোরো বীজতলা দেওয়া হয়- ১৪৫ হেক্টর জমিতে । বোরো ধান চাষ করা হয়- ২৭২৪ হেক্টর জমিতে, বোরো আমন চাষ করা হয়- ৭৩০ হেক্টর জমিতে এবং বোরো আউশ চাষ করা হয়- ১০ হেক্টর জমিতে। কৃষকেরা মাঘ-ফাল্গুন মাসে রবিশষ্য উত্তোলন করে জমিতে বোরো ধান চাষ করতে শুরু করে। জমিতে ধানের চারা বোপনের পর আগাছা নির্মুলের জন্য ১০-১৫দিন পর পর জমিতে নিরানী দিতে হয়। ২মাস পর বোরো ধানের চারাগুলো হতে শিষ বের হতে শুরু করে। পর্যায়ক্রমে ধানের ভিতর চাউল হয়। বৈশাখ-জৈষ্ঠ মাসে বোরো ধান পাকতে শুরু করে। ধীরে ধীরে পরে যায় ধান কাটার মৌসুম। মোহনপুর ইউনিয়নে দেশের বিভিন্ন এলাকা হতে কাজের লোক আসতে থাকে। ঐ সময়ে পরে যায় কাজের ধুম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস