উল্লাপাড়া অথবা তালগাছী হয়ে লাহিড়ী মোহনপুর আসতে হবে। এরপর মোহনপুর মিল্কভিটা হতে দক্ষিণে ২কিলোমিটার সূদুর দক্ষিণ দিকে চন্ডিপুর গ্রামে অবস্থিত হযরত আদম (রাঃ) এর মাজার শরীফ । শুকনো মৌসুমে পায়ে হেঁটে অথবা সাইকেল যোগে এবং বর্ষাকালে নৌকা যোগে যাতায়াত করা যায়। বিভিন্ন এলাকার ভক্ত ধর্মপ্রাণ মুসলমানগণ মাজার জিয়ারত করতে আসেন । প্রতি বছর অত্র মাজার শরীফে উরস অনু্ঠিত হয়ে থাকে । উরস শরীফে লোকজন দান-খয়রাত করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস