Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সিরাজগঞ্জ জেলার সকল উদ্যোক্তা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি !
Details
জেলার সকল কেন্দ্রে একযোগে ব্যাংক এশিয়ার আউটলেট এ মাসের শেষে উদ্বোধন হবে এরই ধারাবাহিকতায় জেলার ১৭ টি কেন্দ্র বাদে আগামী সোমবার সকাল ১০ ঘটিকায় নিম্নোক্ত কাগজপত্র সহ শাহজাদপুর উপজেলার সকল কেন্দ্র,উল্লাপাড়া উপজেলার ২ টি কেন্দ্র বাদে সকল কেন্দ্র, রায়গঞ্জ উপজেলার ৩ টি কেন্দ্র বাদে সকল কেন্দ্র এবং কাজিপুর উপজেলার সকল কেন্দ্র এর উদ্যোক্তা হাটিকুমরুল ইউডিসিতে উপস্থিত থাকবেন আর আগামী মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ সদর,কামারখন্দ,বেলকুচি এবং চেীহালীর সকল কেন্দ্রসমূহ এর উদ্যোক্তাগণ সয়দাবাদ ইউডিসিতে কাগজপত্র সহ অবশ্যই উপস্থিত থাকবেন বলে আশাবাদী ।যেসকল কাগজপত্র লাগবে তা নিম্নে উল্লেখ করলাম। ১. ট্রেড লাইসেন্স ২.চুক্তিপত্রের ফটোকপি ৩.ব্যাংক সল্ভেন্সী ও ব্যাংক স্টেটমেন্ট ৪. মেডিকেল ফিটনেস সার্র্টফিকেট ৫. এ্যাডুকেশনাল সার্টিফিকেট এর ফটোকপি ৬. চেয়ারম্যান/নাগরিকত্ব সার্টিফিকেট ৭. চেয়ারম্যান কর্তৃক গুড সার্টিফিকেট ও বিদ্যালয় প্রধান কর্তৃক গুড সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র ৮. পুলিশ ভেরিকেশন রিপোর্ট ৯. নিজ নিজ কেন্দ্রের মালামাল সহ ৩ আর ছবি ২ টি এবং রুমের বাইরের ছবি ১ টি । ১০. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি আগামী রোববার হতে আপনাদের বিভিন্ন কেন্দ্রে ব্যাংক এশিয়ার প্রতিনিধিগণ ভ্রমণ করবেন এবং সকল তথ্য সংগ্রহ করবেন । আগামীতে ব্যাংক নেবার প্রস্তুতি গ্রহণ করুন এবং আয়ের একটি নতুন পথ তৈরী করুন । ধন্যবাদ সবাইকে কথা হবে আগামীতে- মনে রাখবেন ২৫ তারিখে সকল কেন্দ্রে একযোঘে ব্যাংক এশিয়ার আউটলেট এর শুভ উদ্বোধন হবে । মো: আজমল হক সভাপতি, জেলা (ইউডিসি/পিডিসি)ডিজিটাল উদ্যোক্তা ফোরাম সিরাজগঞ্জ । ০১৭১০০৫৯১২৩
Attachments
Publish Date
05/03/2016