কিভাবে গ্রাম আদালতে মামলা করবেন ?
# আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
# যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
# আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
# সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
# ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।
# নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।
# ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
# পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
# সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
# মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
# আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
# মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)
# নিম্নের ফরমের নিয়মে আবেদন করতে পারবেন ।
মামলার আবেদন ফরমের ছক-
বরাবর,
চেয়ারম্যান
...................................................ইউনিয়নপরিষদ।
উপজেলা..............................................................
জেলাঃ.................................................................
মামলার নম্বরঃ
মামলা দাখিলের তারিখঃ
মামলার ধরণঃ
বিষয়ঃ গ্রাম আদালত গঠন ও নিষ্পত্তির জন্য আবেদন।
আবেদনকারীর নাম ও ঠিকানা প্রতিবাদীর নাম ও ঠিকানা। স্বাক্ষীদের নাম ও ঠিকানা।
…………………….......……. ...………………………. ………....………………..
জনাব,
বিনীত নিবেদনএইযে, …………………………………………………………………….......................................………
………………………………………………………………………………………………........................……………………………..
………………………………………………………………………………………………........................……………………………..
……………………………………………………………………………………………........................………………………………..
………………………………………………….।
অতএব আপনী অনুগ্রহ করিয়া ……………………………................................…………………………………………..
………………………………………………………………………….।
ঘটনার স্থানঃ
তারিখঃ
সময়-
আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যা।
ছেলেঃ মেয়েঃ অন্যান্যঃ
প্রতিবাদীর পরিবারের সদস্য সংখ্যা।
ছেলেঃ মেয়েঃ অন্যান্যঃ
আবেদনকারীর স্বাক্ষর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS