Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ই্‌উনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

উপ-স্বাস্থ্য কেন্দ্র।

স্বাস্থ্য স্থাপনাঃ কমিনিটি ক্লিনিক চালু- ৩টি এবং ১টি নির্মাণাধীন ।

১। দহকুলা কমিনিটি ক্লিনিক

২। পশ্চিম বংকিরাট কমিনিটি ক্লিনিক

৩। সাতবিলা কমিনিটি ক্লিনিক

৪। আটিয়ারপাড়া কমিনিটি ক্লিনিক নির্মানাধীন।

কর্মরত কর্মচারীঃ

১। স্বাস্থ্য পরিদর্শক- ১জন। ২। সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১জন।

৩। স্বাস্থ্য সহকারী- ৪জন।

৫। সি,এইচ,সিপি-৪জন।

 

কর্মচারীর নাম-

ক্রমিক নং

কর্মচারীর নাম

পদবী

মোবাইল নম্বর

০১

মোঃ গোলাম রব্বানী

স্বাস্থ্য পরিদর্শক

০১৭৪১-৩৭২১৭৩

০২

শ্রী বাসুদেব চন্দ্র ভৌমিক

সহকারী স্বাস্থ্য পরিদর্শক

০১৭১৮-৮৭৫২৪৮

০৩

মোঃ আব্দুল আলীম

স্বাস্থ্য সহকারী

০১৭২৪-৮৫৭৫৫৯

০৪

মোছাঃ জাকিয়া খাতুন

স্বাস্থ্য সহকারী

০১৭১৯-২৪০৯৬৬

০৫

মোঃ কামরুল হাসান

স্বাস্থ্য সহকারী

০১৭১০-৭২২০২৪

০৬

ডলি রানী ঘোষ

স্বাস্থ্য সহকারী

০১৭২৯-৮৮৩৬৯৮

০৭

মোছাঃ নাজমা খাতুন

সি,এইচ,সিপি

০১৭১০-৪০৬০৮৯

০৮

মোঃ শামছুল ইসলাম

সি,এইচ,সিপি

০১৭২১-৭৪৭৮৭৬

০৯

মোঃ রিন্টু সরকার

সি,এইচ,সিপি

০১৭৬০-৯৯৮৭৬৪

১০

মোছাঃ নাজমুন নাহার

সি,এইচ,সিপি

০১৭৪৬-১০৫৫২০

সিটিজেন চার্টার •

যোগাযোগ সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন-

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয় এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে। নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে। ১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে।