Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোহনপুর মিল্কভিটা
স্থান
লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ।
কিভাবে যাওয়া যায়
উল্লাপাড়া ও তালগাছী হতে প্রায় ১০কিলোমিটার সূদুর পশ্চিম দিকে মোহনপুর মিল্কভিটা। সড়ক পথে বাস, সিএনজি, মোটর সাইকেল, ভ্যান/রিকসা যোগে যাতায়াত করা যায়।
বিস্তারিত

মোহনপুর ইউনিয়নের এই মিল্কভিটাতে প্রতিদিন হাজার হাজার লিটার দুগ্ধ আসছে, প্রত্যান্ত এলাকা/গ্রামের বিভিন্ন দুগ্ধ সমিতি হতে। আর এই দুধ মিল্কে এনে শীতল করে বাঘাবাড়ী ও ঢাকায় পাঠানো হচ্ছে । বাঘাবাড়ী ও ঢাকায় পাঠানো এই হতে গুড়োদুধ, ঘি, মাখনসহ বিভিন্ন শিশু খাদ্য ও সুস্বাদু খাবার তৈরী করা হয় । প্রতিদিন দুগ্ধ বাহী ৪টি গাড়ী মোহনপুর মিল্ক হতে দুগ্ধ নিয়ে দেশের অনেক স্থানে সরবরাহ করছে । বর্তমানে এখানে গোখাদ্য উৎপাদন ও সংরক্ষনের জন্য উন্নতমানের কারখানা স্থাপন করা হয়েছে। নতুন ভ্রমন পিয়াসু মানুষগুলো দেশ ও বিদেশ হতে অনেক পর্যটক এই মিল্কভিটা দেখতে বেড়াতে আসে। বর্ষার মৌসুমে নৌকা যোগে এখানে বনভোজন করার জন্যে লোকজন আসেন। তাই দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে মোহনপুর মিল্কভিটা অন্যতম ।