Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাছে সমৃদ্ধ মোহনপুর ইউনিয়ন
বিস্তারিত

আমরা বাঙ্গালী জাতী, মাছে-ভাতে আমরা বাঙ্গালী। আমাদের জন্য কথাটি চিরন্তন সত্য। আর মাছে সমৃদ্ধ মোহনপুর  ইউনিয়ন। এখানে দুটি নদী, অনেক খালবিল, পুকুর ও জলাশয়  বিদ্যমান। সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। বছরের প্রায় সময়েই পুকুরগুলোতে  পর্যাপ্ত পানি থাকে, মাছ চাষের জন্য খুবই উপযোগী। উক্ত পুকুর ও  খাল-বিলে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করা হয়। রুই, কাতলা, মৃগেল সহ বর্তমানে সিলভার ও পাঙ্গাস মাছের চাষ করা হয়। নিজেদের ইউনিয়নের চাহিদা মেটিয়ে হাট-বাজার সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হয়। অত্র ইউনিয়নের মাছ চাষিরা মাছ বিক্রয় করে প্রচুর অর্থ উপার্জিত করা সম্ভব  হচ্ছে ।