পীর কেবলার বয়েত- কলকাতা হুগলী জেলার ফুরফুরা শরীফের পীর কেবলার আলহাজ মওলানা মোঃ আবু বক্কার সিদ্দিকি পীর কেবলার সন্নীধানে ৫বৎসর এলমে শরিওত, এলমে মারেফত শিক্ষা লাভ করেন । পীর কেবলার নির্দেশ মোতাবেক দেশে ফিরে আসেন । খানকা শরীফে বসে তালিম, জেকের, শরিওত, মারিফত শিক্ষা ও মুরিদ করেন । প্রতি বৎসর ফুরফুরা শরীফের পীর কেবলার সাহেবেরা মাহফিল ও জালসা পরিচালনা করেন।প্রতি বৃহঃস্পতিবার খানকা শরীফে তালিম জেকের এলমে শরিওত ও এলমে মারেফত শিক্ষা দেওয়া হয় মুরিদান জনগণের সাহায্যে পরিচালনা করা হয় ।
মৃত্যুবরণ- ১৯৬৯ সালে রোজ শুক্রবার সকাল ১০ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন । তাঁহার মাজার খানকা শরীফের ভিতর । প্রতিবৎসর হাজার হাজার ধর্মপ্রাণ মসলমান ও ভক্তবৃন্দ মাজার জিয়ারত করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস